আজ [bangla_date], [english_date]

চাঁদপুরের পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা মধ্যচরে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। জোয়ারে মেঘনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়  প্লাবিত হয়েছে হাইমচর উপজেলার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। বিছিন্ন হয়ে পড়েছে রাস্তা ঘাট, তলিয়ে রয়েছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। মেঘনা নদীর পানি বিপদসীমার ৪.৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এমন ভোগান্তিতে পড়েছে মানুষ।হাইমচর উপজেলার ঈশানবালা মধ্য চরে গিয়ে দেখা যায়, ভাটার সময় পানি কিছুটা কম হলেও জোয়ারে নিমেষেই চরাঞ্চলের ঘর-বাড়িগুলো তলিয়ে যায়। বানভাসী মানুষগুলোর নদীর তীরে উচু জায়গায় আশ্রয় নেয়।  এ যেন ভোগানিতির শেষ নেই চরবাসীর।অবশ্য স্থানীয় জনপ্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার, শিশু খাদ্য  এবং গো খাদ্য পৌঁছে দিতে শুরু করেছে।।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page