আজ [bangla_date], [english_date]

গোডাউন থেকে টিসিবি’র পণ্য উদ্ধার: গ্রেফতার ২

রংপুর প্রতিনিধি : রংপুরে কিছুতেই থামানো যাচ্ছে না টিসিবি’র পণ্যের কালোবাজারি। সোমবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে মহানগর ডিবি পুলিশ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার করে। এ ঘটনায় আলমনগর মাছুয়াপট্টির এরফান হাসান সুমন, বাড়ির ভাড়াটিয়া হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির ডিবি’র ওসি ফিরোজ ওয়াহিদ। এনিয়ে রংপুর নগরীতে ৪ দফা টিসিবি’র পণ্য উদ্ধার করা হল। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ার ৫ জনে। পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর রবার্টসনগঞ্জ এলাকার এরফান হাসান সুমনের (৩৪) গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে টিসিবি’র ( ৩২৪ কার্টুন) ৬ হাজার ৪৮০ লিটার পুষ্টির সয়াবিন তেল উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। টিসিবি’র এসব পণ্যের ডিলার ছিলেন নয়ন পারভেজ ও সুমনের গোডাউনে মালগুলো রেখেছিল ডিলার নয়ন পারভেজের ভাই রাজিব হাসান (২৮)। অভিযান চলাকালে ২ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আরপিএমপির ডিবি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, টিসিবি’র পণ্য যারা অবৈধভাবে মজুদ করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please