আজ [bangla_date], [english_date]

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :  দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৭ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ জন। এরমধ্যে ঢাকায় ৩৭৪ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৫৪ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪৮৩ জন রোগী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪২ হাজার ১৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ২৮ হাজার ২৭৫ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৯২৪ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৩৮ হাজার ২৯৫ জন। এরমধ্যে ঢাকায় ২৫ হাজার ৯২০ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২ হাজার ৩৭৫ জন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page