আজ [bangla_date], [english_date]

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২০২ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৯ জন। এরমধ্যে ঢাকায় ৪২৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৩৩ জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৮৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৩০৪ জন রোগী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৮ হাজার ৫২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৭৩৮ জন এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৭৯১ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঢাকায় ২৯ হাজার ৭৩৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৫ হাজার ৪০৪ জন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page