আজ [bangla_date], [english_date]

খাটের নিচে টাকা রাখা সেই প্রকল্প কর্মকর্তা জেলহাজতে

দিনাজপুর প্রতিনিধি : গত বৃহস্পতিবার রাতে প্রায় দুই কোটি টাকাসহ দুদকের হাতে গ্রেফতার দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আজ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দিনাজপুর জেলা দায়রা জজ আব্দুল আজিজ ভূইয়ার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে পার্বতীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় থেকে ৫০ হাজার টাকা ও তার সরকারি বাসা থেকে অবশিষ্ট ১ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে দুদক। ওই রাতেই পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে নেয়া হয়। শুক্রবার দিনাজপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে (দুদক-সজে- মামলা নং-১, ১০/০১/২০২০, ধারা-১৬১ পেনাল কোড, ২০১২ সালের ৪(২) ধারা) মানিলন্ডারিং আইন, ঘুষ দুর্নীতি ও অবৈধ পন্থায় অর্থ উপার্জনের অভিযোগে পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন- দুদকের সহকারী পরিচালক মোঃ জিন্নাতুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম ২০১৬ সালের ১ জুলাই পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদে যোগদান করেন। দায়িত্বভার গ্রহণের পর গত সাড়ে তিন বছরে টিআর, কাবিখা, কাবিটা, ৪০দিনের কর্মসৃজন প্রকল্প, জিআর, ব্রিজ, কালভার্ট, জমি আছে ঘর নেই ও বিশেষ বরাদ্দসহ বিভিন্ন প্রকল্পের লাখ লাখ টাকা দুর্নীতি করে আসছিলেন বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান। এদিকে, বিপুল পরিমান নগদ অর্থসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম গ্রেপ্তারের ঘটনায় হতভম্ব পার্বতীপুরের সাধারন মানুষ। এ নিয়ে নানা গল্প ডাল পালায় বেড়ে এখন  সবার মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page