আজ [bangla_date], [english_date]

কোপা আমেরিকার আসর নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক সংবাদঃ এবার যৌথভাবে কোপা আমেরিকা আয়োজনের কথা ছিলো আর্জেন্টিনা ও কলম্বিয়ার। কিন্তু কলম্বিয়া কোপা আমেরিকা আয়োজনের স্বত্ব ছেড়ে দেওয়ায়,পুরো আসরটি আর্জেন্টিনায় হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছিলো। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আর্জেন্টিনাও দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের আসরটি আয়োজনে অপারগতা জানিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (কনমেবল) তাই নিশ্চিত করেছে আর্জেন্টিনায়ও হচ্ছে না কোপার আসর। কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে ২০২০ সালে প্রথমবার যৌথভাবে আসরটি আয়োজনের কথা ছিলো। কিন্তু করোনার কারণে গড় বছর আয়োজন করা সম্ভব হয়নি। যৌথভাবে এবারও কোপা আমেরিকা মাঠে গড়াচ্ছে না। এমনকি আসরটি মাঠে গড়ানোর বাকি আছে মাত্র ১৩দিন। এমন সময় কোপা আমেরিকা আয়োজনের পথ থেকে আর্জেন্টিনার সরে যাওয়া মানে আসরটির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়া।

তবে কনমেবল আসরটি আয়োজনের ব্যাপারে এখনও আশাবাদী। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে কোপা আমেরিকা আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ এখনও কিছুই নিশ্চিত করেনি। তবে কনমেবল জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয় আরও কিছু দেশ কোপা আমেরিকা আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে কোথায় আয়োজন করা সহজ এবং সুযোগ-সুবিধা বেশি সেগুলো তাঁরা খতিয়ে দেখছে। আগামী ১৩ জুন আর্জেন্টিনা ও চিলির ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মাঠে গড়ানোর কথা। আসরটি শেষ হওয়ার কথা ১০ জুলাই। তবে কোপা আমেরিকা পিছিয়ে যাবে কি না কিংবা সূচিতে কোন পরিবর্তন আসবে কি না তা এখনও জানা যায়নি। দুই গ্রুপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দেশ এবারের কোপা আমেরিকায় অংশ নিচ্ছে। গেল আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page