আজ [bangla_date], [english_date]

কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় ২০২২-২৩ রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২ হাজার ৬৭০ জন কৃষকের হাতে এ কৃষি উপকরণ তুলে দেয়া হয়। কৃষক প্রতি গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি, খেসারি বীজ ৮ কেজি, চীনা বাদাম বীজ ৮ কেজি হারে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান, কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page