আজ [bangla_date], [english_date]

কৃষকদের বিনামূল্যে ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :  শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সাতটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৮০০ কৃষকের মধ্যে আজ বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্য বীজ ও সার তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী একেএম ফজলুল হক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসের চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায় প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার জানান, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান রোপণ করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে বর্তমান কৃষিবান্ধব সরকার। সরকার ভর্তুকি দিয়ে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ প্রণোদনা হিসেবে বিতরণ করছেন। বিনামূল্যে সার বীজ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণের স্বপ্ন খুঁজছেন কৃষকরা।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page