আজ [bangla_date], [english_date]

করোনা ভাইরাস শনাক্তের ১ বছর পূর্ণ হল আজ

ডেস্ক সংবাদঃ দেশে প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয় গত বছরের ৮ মার্চ। সেদিন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের থেকে প্রথমবারের মতো জানানো হয় দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। এই এক বছরে ভাইরাসটিতে দেশে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৬২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩ হাজার তিনজন। ভয়াবহ এক বছর মানুষের জীবনকে করেছে বিপর্যস্ত। প্রথম দিকে মানুষের ছিল উৎকন্ঠা, উদ্বেগ, ভাইরাস সম্পর্কে তথ্য না থাকা, গুজব, কোন ওষুধ বা টিকা না থাকা সব মিলিয়ে দিশেহারা অবস্থা। অনান্য দেশের মত জাতিসংঘের নির্দেশে মানুষের শুধু করণীয় ছিল বার বার হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা।

বাংলাদেশ সরকার প্রথম দিকে সাধারণ ছুটি ঘোষণা করে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় মার্চ মাসের ১৭ তারিখে। এই সব শিক্ষা প্রতিষ্ঠান এক বছরের বেশি সময় পর এখন খোলার প্রস্তুতি নিচ্ছে। সরকার দাবি করছে, অন্যান্য যেকোন দেশের তুলনায় বাংলাদেশ এই এক বছরে করোনাভাইরাস মোকাবেলায় সফলতা দেখিয়েছে। গত বছরের ২২ মার্চ, বাংলাদেশ সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল যা পরবর্তীতে সাত দফা বাড়িয়ে ৩০ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। বাংলাদেশে লকডাউন প্রয়োগের সময়টিকে সরকারিভাবে সাধারণ ছুটি হিসেবে উল্লেখ করা হয়েছিল। সাধারণ ছুটির মধ্যে সারা দেশেই জরুরি সেবা, পণ্য পরিবহন, চিকিৎসা ইত্যাদি অতি-প্রয়োজনীয় ক্ষেত্রগুলো ছাড়া গণপরিবহনও বন্ধ ছিল।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please