আজ [bangla_date], [english_date]

করোনা পরীক্ষা সবার জন্য উন্মুক্ত করছে আইসিডিডিআর,বি

নিজেস্ব প্রতিনিধি : আগামী ২৬ জুন থেকে সবার জন্য করোনা পরীক্ষা উন্মুক্ত করতে যাচ্ছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। প্রতিটি পরীক্ষার জন্য মূল্য ধার্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা। পরীক্ষার সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেওয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। আজ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে বলে আইসিডিডিআরবি,র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে গণমাধ্যমকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টারকে আরটি-পিসিআর প্রক্রিয়ায় কোভিড-১৯ টেস্ট করার অনুমোদন দিয়েছে। এ বাণিজ্যিক টেস্টিং সেবা স্বাস্থ্য অধিদপ্তরকে আইসিডিডিআর,বির দেওয়া চলমান কোভিড-১৯ টেস্টিং সহায়তা থেকে সম্পূর্ণ পৃথক। আইসিডিডিআর,বি গত মার্চ মাস থেকে বিনামূল্যে (স্বাস্থ্য অধিদপ্তর টেস্টের জন্য কিট সহায়তা দিয়ে থাকে) সরকার প্রদত্ত নমুনা পরীক্ষা করে আসছে এবং এ পর্যন্ত ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইটে ভিজিট করা যাবে। আইসিডিডিআর,বির সহকারী বৈজ্ঞানিক খাজা মফিজ উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘সর্বসাধারণের কথা চিন্তা করে এ নমুনা পরীক্ষার কথা চিন্তা করছে আইসিডিডিআর,বি। আপাতত রোগীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। পরবর্তী সময়ে এটাকে আরো কীভাবে সহজ করা যায়, সে চিন্তা করা হবে। শনাক্তকরণ পরীক্ষার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীকে নমুনা সংগ্রহের জন্য উপস্থিত হওয়ার সময় জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হবে, যাতে পরীক্ষা করতে এসে কেউ নতুন করে আক্রান্ত না হয়।

নমুনা সংগ্রহের স্থান : আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার, ৬৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please