আজ [bangla_date], [english_date]

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি এখনো : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : করোনা টিকার কারণে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় জাহিদ মালেক আরো বলেন, করোনাভাইরাসের যে টিকাটি দেয়া হচ্ছে, সেটি ভালো এবং সহনশীল বলে প্রমাণিত। আগামী ২২ ফেব্রুয়ারি সিরাম ইনস্টিটিউটের আরো ২০ লাখ টিকা আসছে। আজকের মধ্যে ২৭ লাখ করোনা টিকার নিবন্ধন হয়ে যাবে। আরো ১৭ লাখ মানুষকে টিকা দেয়া হবে। তিনি আরো জানান, শুরুর সাতদিনে রেজিষ্ট্রেশন ছিলো মাত্র ১৫ হাজার, পরবর্তীতে এ সংখ্যা প্রতিদিন বেড়ে লাখ-লাখে পৌঁছেছে। সঙ্গত কারণেই টিকার ডেট পেতে দেরি হচ্ছে। গুরুতর অসুস্থ ব্যক্তি, যারা টিকাদান কেন্দ্রে আসতে পারছেন না, তাদের কাছে কিভাবে টিকা পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে। করোনা টিকা পাওয়া থেকে কেউ বঞ্চিত হবে না। সারা দেশে লাখ লাখ মানুষ আনন্দের সঙ্গে উৎসবমুখর পরিবেশে টিকাদান কেন্দ্রে এসে করোনার টিকা নিচ্ছেন। উল্লেখ্য, করোনা ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় পৌঁছায় জানুয়ারির শেষার্ধে এবং টিকাদানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২৭ জানুয়ারি। এরপর রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এক সপ্তাহ টিকা দেওয়া হয়। একইসঙ্গে টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন শুরু হয় অনলাইনে। ৭ ফেব্রুয়ারি রাজধানীসহ সব জেলা-উপজেলায় টিকা প্রদান শুরু হয়। প্রথম দিনে সারা দেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। দ্বিতীয় দিন থেকেই টিকা গ্রহণকারীর সংখ্যা বড়তে থাকে। পঞ্চম দিনে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দুই লাখের বেশি মানুষ টিকা নেন। ১৭ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ বেশি মানুষ টিকা নিয়েছেন। আর এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ২৬ লাখ ৬৩ হাজার মানুষ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please