আজ [bangla_date], [english_date]

করোনা কেড়ে নিল সবজি চাষীদের বেঁচে থাকার স্বপ্ন

পঞ্চগড় প্রতিনিধি :  হিমালয় কন্যা পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার মধ্যে আটোয়ারী কৃষি প্রধান এলাকা হিসেবে ইতোমধ্যে দেশে স্বীকৃতি লাভ করেছে। এখানকার উৎপাদিত ফসল ও শাক-সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো নিয়মিত। সেই নিয়মের বাধা হয়েছে এবার চলমান করোনা পরিস্থিতি। প্রতিবছর উপজেলার বিভিন্ন এলাকায় জমি বর্গা নেওয়া সবজি চাষীদের মধ্যে কেউ কেউ বিভিন্ন এনজিওতে, কেউ কেউ সরকারীভাবে কৃষি ঋণ গ্রহণ করে, কেউ কেউ মহাজনদের কাছে উচ্চ সুদে ধার-দেনা করে আবার কেউ কেউ গৃহস্থালী পন্য বিক্রি করে কিছু লাভের আশায় রাত-দিন হাড়-ভাঙ্গা পরিশ্রম করে তরমুজ, করলা, লাউ, জালী, শশা, বেগুন ও টমেটো সহ রকমারী শাক-সবজি এবং ফসল উৎপাদন করে দিনাতিপাত করে আসছিল। কিন্তু এবার কোভিট-১৯ এর কারণে এলাকার সবজি চাষীদের বেঁচে থাকার স্বপ্ন যেন স্বপ্নেই থেকে গেল। এ প্রসঙ্গে কলেজমোড়স্থ মিশনের ৭ একর জমি বর্গা নেয়া কৃষক অশি^নী কুমার কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তিনি প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে লাউ, শশা, করলা, মরিচ ও টমেটোর আবাদ করেছেন এবং এখন পর্যন্ত মাত্র দেড় লক্ষ টাকার সবজি বিক্রয় করতে পেরেছেন। একই বেদনার কথা জানান মির্জাপুর পানবারা এলাকার কৃষক তোজাম্মেল হক। তিনি বলেন, প্রায় ১৫ একর জমিতে সবজি চাষে খরচ করেছেন ২৫ লক্ষ টাকার অধীক কিন্তু বিক্রি করে পেয়েছেন মাত্র ৫০ হাজার টাকা। একই অবস্থায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক শারীরিকভাবে করোনায় আক্রান্ত না হলেও আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন মর্মে কৃষকরা জানান। কৃষকরা জানান, করোনায় দেশ প্রায় অচল হওয়ার কারণে তাদের উৎপাদিত পচনশীল সবজি উৎপাদন করে রাজধানী ঢাকা সহ বাহিরে সরবরাহ করতে না পারায় স্ব স্ব এলাকায় নাম মাত্র মূল্যে স্থানীয়দের চাহিদা মিটিয়ে অবশিষ্ট সবজি ফেলে দিতে বাধ্য হচ্ছেন। পরিস্থিত বিবেচনা নিয়ে অনেকে আবার সবজি ক্ষেত ভেঙ্গে নতুন করে ভূট্রার আবাদে ঝুকে পড়ছেন। এঅবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সহ কৃষি মস্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করে করুন অবস্থার কথা জানান সুখাতী গ্রামের মো: দেলোয়ার হোসেন, নলপুখরী গ্রামের মনোজ রায় হিরু ও মো: নাজির হোসেন, মো: রফিকুল ইসলাম সহ উপজেলার অনেক সবজি চাষী। চলমান মৌসুমে প্রত্যেক সবজি চাষী এবার লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মূখীন হয়ে পথে নেমে এসেছেন। এ প্রসঙ্গে উপজেলা কৃিষ কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল-মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতি বর্গ ইঞ্চি জমিতে চাষা-বাদের ব্যবস্থা করতে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের উৎসাহিত করে আসছেন। কিন্তু আকম্মিক করোনায় লকডাউনের কারণে ক্রেতা-আড়তদার না থাকায় এলাকার উৎপাদিত সবজি ঠিকমতো বাজারজাত করতে পারছেন না কৃষক ভাইয়েরা। আবার কিছু কিছু বাজারজাতের ব্যবস্থা থাকলেও নাম মাত্র দামে বিক্রি করতে হচ্ছে তাদের। তিনি বলেন, সবজী চাষীদের জন্য স্বল্প সুদে ঋণ অথবা পৃথক প্রণোদনার ব্যবস্থা করা না হলে উপজেলার কৃষক ভাইয়েরা আগামী কয়েক বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমার আশংকা। উল্লেখ্য, উপজেলায় চলতি মৌসুমে সবজি উৎপাদনের লক্ষমাত্রা ৫১০ হেক্টর জমিতে (গড়ে ২২.৭৪ মে:টন প্রতি হেক্টরে) ধরা হয়েছে মোট ফলন ১১ হাজার ৬৬০ মে:টন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page