আজ [bangla_date], [english_date]

করোনার ভ্যাক্সিন নিয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিনিধি : এখন পর্যন্ত প্রায় ২৩ লাখ ৮০ হাজার মানুষকে করোনা ভাইরাসের ভ্যাক্সিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ ছাড়া ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি। তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটির বেশী মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় আরো ৮ কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের ২য় ডোজ টিকা দেওয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please