আজ [bangla_date], [english_date]

করোনাভাইরাসে আক্রান্ত রোনালদিনহো

ডেস্ক সংবাদ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ফুটবল বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। রোববার ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেন ফিফার দু’বারের বর্ষসেরা এই ফুটবলার। রোনালদিনহো বলেছেন, গতকাল বেলো হরিজন্তে পৌঁছাই আমি। কোভিড-১৯ টেস্টের পর ফল এসেছে পজেটিভ। এখন পর্যন্ত ভালো আছি। কোনো লক্ষণ নেই শরীরে। সেলেসাওদের হয়ে ৯৭ ম্যাচ খেলে অবসরে যান রোনালদিনহো। রোনাল্ডো ও রিভালদোর সঙ্গে জুটি বেঁধে ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতান তিনি। এছাড়া বার্সেলোনাকে ২০০৬ উয়েফা চ্যাম্পিয়নস লীগ জেতাতেও অনবদ্য ভূমিকা রাখেন এই প্লেমেকার । ৪০ বছর বয়সী রোনালদিনহো এখন বেলো হরিজন্তের একটি হোটেলে আইসোলেশনে আছেন। সেখানকার স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো হয়ে  ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত হোটেলেই অবস্থান করবেন বার্সেলোনা, এসি মিলান ও পিএসজির সাবেক এই তারকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া নেইমার, জ্লাতান ইব্রাহিমোভিচ, পাওলো দিবালা, সাদিও মানে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তারা।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please