আজ [bangla_date], [english_date]

ওয়েস্টন ম্যাককিনিকে দলে নিল লিডস

নিজস্ব প্রতিবেদক :  মৌসুমের শেষ পর্যন্ত ধার হিসেবে জুভেন্টাস থেকে যুক্তরাষ্ট্রের তারকা মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককিনিকে দলে নিয়েছে লিডস। ১ মিলিয়ন লোন ফি’তে ম্যাককিনি প্রিমিয়ার লিগ ক্লাবে যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। ২৪ বছর বয়সী ম্যাককিনি যুক্তরাষ্ট্রের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের চারটি ম্যাচেই তিনি মূল একাদশে খেলেছেন। লিডসের মার্কিন বস জেসি মার্শের অধীনে টাইলার এ্যাডামস ও ব্রেন্ডন এ্যারনসনের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় খেলোয়াড় হিসেবে ম্যাককিনি লিডসে যোগ দিলেন।

শালকের হয়ে ম্যাককিনি তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন। জুভেন্টাসের প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে ২০২০ সালে ধারে খেলতে আসার আগে শালকের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন। তুরিনের জায়ান্টদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তিনি ৯৬টি ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তৃতীয় খেলোয়াড় হিসেবে ম্যাককিনি লিডসে যোগ দিলেন। হফেনহেইম থেকে জর্জিনিও রাটার ও আরবি সালজবার্গের থেকে ম্যাক্স বোরকে দলে ভিড়িয়েছে লিডস। এ সপ্তাহেই নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে লিডসে ম্যাককিনির অভিষেক হতে পারে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page