রাজবাড়ী কালুখালী থানার ওসিসহ নতুন আরো ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। রোববার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, নতুন করে আজ ৫ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে কালুখালী থানার ওসি ও বালিয়াকান্দি পূর্বমৌকুড়ির ২, নলিয়া আলোকদিয়া ২ জন। এখন পর্যন্ত জেলায় ২৩৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮০ জনের করোনা পজিটিভ এসেছে। হাসপাতাল থেকে ৩৩ ও হোম আইসোলেশন থেকে ১০ জন রোগী সুস্থ্য হয়েছেন। নতুন আক্রান্ত সবাইকে চিকিৎসার জন্য পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জালাল জানান, ওসি সাহেব তার বাসায় আইসোলেশনে আছেন এবং তার অবস্থা ভাল। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তার চিকিৎসার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারেন।