আজ [bangla_date], [english_date]

এসেছে Xiaomi Redmi Note 8 এবং 8 Pro

দেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে চীনা প্রতিষ্ঠান শাওমি।নতুন মডেল দুটি হচ্ছে রেডমি নোট ৮ এবং রেডমি নোট ৮ প্রো। ফোন দুটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এতে রয়েছে উন্নতমানের ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। রেডমি নোট ৮ প্রো ফোনটির পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।অক্টাকোর হেলিও জি৯০টি চিপসেট রয়েছে ফোনটিতে। যাতে গেইমিং করতে কোনো ল্যাগ থাকবে না বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ডুয়াল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তির সঙ্গে রয়েছে ফুল এইচডি প্লাস ৬ দশমিক ৫৩ ইঞ্চির ডট নচ ডিসপ্লে। ফোনটিতে ব্যাকআপ দিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াটের চার্জিং প্রযুক্তি। ডিভাইসটিতে থাকছে ৬ জিবি র‌্যাম ও ৬৪ এবং ১২৮ বিজি রমের সংস্করণ। এর দাম যথাক্রমে ২৪ হাজার ৯৯৯ এবং ২৭ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ৮ ,রেডমি নোট ৮ স্মার্টফোনটিতে পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অরা ফলুয়েড ডিজাইনের ৬ দশমিক ৩ ইঞ্চি ডট নচ ডিসপ্লে। যার ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ৪০০০ এমএএইচ ব্যাটারির রয়েছে ১০ ওয়াটের টাইপ-সি চার্জিং প্রযুক্তি। তিনটি সংস্করণে ফোনটি পাওয়া যাবে। ৩ জিবি র‍্যাম ৩২ রমের দাম ১৭ হাজার ৪৯৯ টাকা, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের দাম ২০ হাজার ৯৯৯ টাকা। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, তারা প্রযুক্তির মানকে চ্যালেঞ্জ করে নতুন ভাবে উদ্ভাবন করেছে রেডমি নোট সিরিজ। ফোন দুটিতে ৬৪ ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ইমেজিংয়ে নতুন দিগন্তের শুরু করবে। দুটি ফোনই ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে সকল অনুমোদিত মি স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল স্টোরে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page