আজ [bangla_date], [english_date]

এসএসএফ পরিচয়ে প্রতারণা করতেন মুকুল

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কাকরাইলের একটি বাসায় অভিযান চালিযে ভুয়া এসএসএফ (মেজর) কর্মকর্তা পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তার নাম মুকুল হোসেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, এসএসএফ জ্যাকেট, একটি মোবাইল, চারটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৩ এর (সিপিসি কমান্ডার-৩) মেজর জাহাঙ্গীর হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবের কাছে তথ্য ছিল, মুকুল হোসেন অন্তত আড়াই বছর থেকে এসএসএফ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। ঢাকার কাকরাইল সার্কিট হাউজ রোডের ৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলায় তার নিজের ফ্ল্যাটে বসে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসএসএফ (মেজর) কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয়ে তিনি অনেক লোকের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মেজর জাহাঙ্গীর বলেন, অনুসন্ধানে মুকুল হোসেন ভুয়া এসএসএফ বলে প্রমাণিত হয়। এক পর্যায়ে তাকে নজরদারিতে রাখা হয়। অবশেষে গতকাল দিবাগত মধ্যরাতে কাকরাইলের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলা সদরে। আসামির দেওয়া তথ্যানুযায়ী, এসএসএফ পরিচয় দিয়ে মুকুল হোসেন বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের ফোন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন নিয়োগ, বদলি বাণিজ্য ও চাঁদা দাবি করতো সে। এই প্রতারক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক হওয়ার কারণে সেনাবাহিনীর অফিসারদের চালচলন ও বাচনভঙ্গি রপ্ত করে নিজেকে সে এসএসএফ এর মেজর পরিচয় দিয়ে খুব সহজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এক প্রশ্নের জবাবে মেজর জাহাঙ্গীর বলেন, যেহেতু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির চলাচলের সময় এসএসএফ নিয়োজিত থাকে, তাই মুকুলের বিষয়টি নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। ওয়াকিটকি হাতে নিয়ে তিনি যে ভাব ভঙ্গি ও চেহারা প্রদর্শন করেন তাতে কারও সংশয় থাকার কথা নয় যে, তিনি এসএসএফ নন। র‌্যাবের কাছে তথ্য আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ সে ছিল নিরাপত্তার জন্য হুমকি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কতজনের সঙ্গে সে প্রতারণা করেছে তার হিসাব পাওয়া যায়নি। তবে তিনি যে ওয়াকিটকি ও এসএসএফ’র পোশাক ব্যবহার করেছেন তাতেও তিনি অপরাধী। এছাড়া তিনি নিজেকে এসএসএফ পরিচয় দিতেন সব সময়। এসব অপরাধে ২৪ ফেব্রুয়ারি রমনা থানায় মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please