আজ [bangla_date], [english_date]

ঝাড়ু মিছিলের ছবি

এমপি’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন

        মঠবাড়িয়ায় এমপি’র বিরুদ্ধে একাট্টা সব চেয়ারম্যান, হয়েছে ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় (পিরোজপুর-৩) স্থানীয় এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তুলে একাট্টা হয়েছেন উপজেলা ও সংসদীয় আসনের সব কয়জন ইউপি চেয়ারম্যান। এমপির বিরুদ্ধে হযেছে ঝাড়– মিছিল পর্যন্ত। সব চেয়ারম্যান একত্রিত হয়ে সংবাদ সম্মেলন করে এমপির বিরুদ্ধে তুলে ধরেছেন নানা অভিযোগও । জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যানরা। এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন । এর আগে সন্ধ্যায় চেয়ারম্যানদের নেতৃত্বে এমপি’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও পথসভা করা হয়।  সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপজেলা পরিষদের সকল কর্মকান্ডের এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজীর ক্ষমতার অপব্যবহার , এমপির হস্তক্ষেপে এডিপি’র টেন্ডার বাতিল, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেওয়াসহ নানা অভিযোগ করা হয় এমপির বিরুদ্ধে। অভিযোগ করা হয় ২০১৯-২০২০ অর্থ বছরের এডিবির উন্নয়ন খাতের ৬০ লক্ষ টাকা এমপি রুস্তুম আলীর ক্ষমতার অপব্যবহারের কারনে ফেরত গেছে। এ ব্যাপারে এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজী সাংবাদিকদের জানান , ঠিকাদারী কাজে আমার কোন সংশিষ্টতা নাই। আমি এমপি সত্য কিন্তু ওই কাজের একটি কমিটি আছে। তাতে উপজেলা চেয়ারম্যান সিলেকশন কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য ও উপজেলা এলজিইডি প্রকৌশলী সদস্য সচীব। আর ওই কাজের টেন্ডারের অনিয়মের অভিযোগ এনে স্থাণীয় ঠিকাদারের পক্ষে তার আইনজীবীর লিগ্যাল নোটিশে ওই কাজের টেন্ডার নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান,অনিয়মের সাথে জড়িতরা আমার ভাবমূর্তী ক্ষুন্ন করতে করোনার মধ্যেও আইন অমান্য করে মিটিং মিছিল করেছেন।  জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫জুন) উপজেলায় এডিপি’র আওতায় ১২ প্যাকেজের প্রায় ৬১ লাখ টাকার একটি টেন্ডার হয়। ওই টেন্ডারে অনিয়মের অভিযোগ এনে ও ওই টেন্ডার বাতিলের দাবীতে স্থাণীয় ঠিকাদাররা পরের দিন শুক্রবার (২৬জুন) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা উপজেলা  প্রকৌশলী কাজী আবু সাঈদ জসীমের অপসরন দাবী করেন। ওই টেন্ডার কেন বাতিল করা হবে না এ মর্মে স্থাণীয় ঠিকাদার মো. লোকমান হোসেন খানের পক্ষে গত ২৯ জুন এ্যাডভোকেট নারায়ন চন্দ্র বেপারী ওই টেন্ডারের প্রজেক্ট সিলিকশন কমিটিকে লিগ্যাল নোটিশ প্রেরন করনে।এদিকে সময় মতো কাজ না হওয়ায় ওই টেন্ডারের অর্থ ৩০ জুন ফেরত যায়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page