আজ [bangla_date], [english_date]

উন্নতি দেখছেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড গাকপো

নিজস্ব প্রতিবেদক :  কাতার বিশ্বকাপে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছে নেদারল্যান্ডস। প্রতিটি ম্যাচেই তারা উন্নতি করছে। গতকাল শেষ ষোলর ম্যাচে যুক্তরাস্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর এমন মন্তব্য করেছেন ডাচ দলটির তারকা ফরোয়ার্ড কোডি গাকপো। তিনি বলেন, এই টুর্নামেন্টে আমরা বেড়ে উঠছি, প্রতিটি ম্যাচেই উন্নতি করছি, যুক্তরাস্ট্রের বিপক্ষের এই ম্যাচটি ছিল আরেকটি ধাপ। আমাদের রয়েছে দারুন এক দলগত স্পিরিট। আমরা আজ সত্যিই একে অপরের জন্য একসাথে লড়াই করেছি। দলগত স্পিরিট সত্যিই ভালো। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এখানে এসেছি। এজন্য আমাদেরকে এখন সবগুলো ম্যাচেই জয়লাভ করতে হবে। যেটি আমরা চেস্টা করছি।

অবশ্য যুক্তরাস্ট্রের মোকাবেলার আগে দারুন সমালোচনায় পড়তে হয়েছে ডাচদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেনেগালকে হারানোর জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পরের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে তাদের। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ন্যাথান আকে সাংবাদিকদের বলেন, প্রথম দুই ম্যাচে সমালোচনা সঠিক ছিল। আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। আমরা পয়েন্ট পেয়েছি এবং সবার আগে নকআউটে কোয়ালিফাই করেছি। তবে জানতাম আমাদেরকে আরো ভালো খেলতে হবে। বিভিন্ন ধাপে কি করতে পারি তা আজ আমরা দেখিয়েছি। কোন কোন পরিস্থিতিতে আমাদের কিছুটা বেশী রক্ষনের চেস্টা করতে হয়েছে, তবে জানি প্রতিআক্রমনে আমরা খুবই বিপজ্জনক। আগের ম্যাচগুলোতে আমরা এটি দেখাতে পারিনি। তবে আজ দেখিয়েছি।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page