আজ [bangla_date], [english_date]

আসিফের কণ্ঠে আকবর সিনেমার টাইটেল ট্র্যাক

ডেস্ক সংবাদ : ‘পাসওয়ার্ড’ দিয়ে প্রশংসিত হওয়া নায়ক ইমন অভিনয় করতে চলেছেন ‘আকবর’ নামের সিনেমায়। সৈকত নাসির পরিচালিত এই ছবির টাইটেল সং অর্থাৎ শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন গানের সুপারস্টার আসিফ আকবর। সম্প্রতি এই গানের রেকর্ড সম্পন্ন হয়েছে আসিফের নিজস্ব স্টুডিওতে। সুদীপ কুমার দীপের কথায় টাইটেল সংটির সুর করেছেন শওকত আলী ইমন। ‘হিরো বা ভিলেন যে যাই বলে/ আমি তো একাই আমার দলে’- এমন কথায় সাজানো গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন ইমন। এই গান নিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘সিনেমায় গান করার মজাটা সবসময়ই উপভোগ করি আমি। অনেকদিন পর প্লে-ব্যাক করলাম। আমার ওস্তাদ শওকত আলী ইমন ভাইয়ের সুর আর মোহনীয় কম্পোজিশানে ‘আকবর’ ছবিতে গাইলাম। ছবিটি নির্মাণ করছে আমার খুব প্রিয় সৈতক নাসির। নায়ক ইমনও আমার স্নেহভাজন। অনেক প্রিয়মানুষদের প্রচেষ্টায় চমৎকার একটি গান হয়েছে বলতে পারি।’ এই গান শওকত আলী ইমন বলেন, ‘আসিফ আকবরের গলা আমাদের বাংলা গানের জন্য দারুণ এক সংযোজন। অনেকদিন পর ওর সঙ্গে গান করা হলো সিনেমার জন্য। মনে হচ্ছে ভালো কিছু হবে। শ্রোতারা গানটি উপভোগ করবেন।’ ‘আকবর’ ছবির পরিচালক সৈকত নাসির বলেন, ‘ছবির নাম ঘোষণার পর টাইটেল ট্র্যাক দিয়ে শুরু হলো ‘আকবর’র যাত্রা। আমি খুব আশাবাদী এই গানটি নিয়ে। একটা জোশ আছে, প্রাণ আছে এই গানটিতে। শিগগিরই আমরা শুটিংয়ে যাবো।’ নায়ক ইমনেরও প্রত্যাশা তার প্রিয় গায়ক আসিফ আকবরের কণ্ঠে ‘আকবর’ ছবির শিরোনাম সংগীত ছবিটির সাফল্যে ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘সিনেমার গান যেমন হওয়া উচিত এটা তেমনই। আসিফ ভাইয়ের কণ্ঠের সঙ্গে ঠোঁট মেলাবো এটা আমার জন্য আনন্দের।’ ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় ও চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘আকবর’। এই ছবির ট্যাগলাইন হিসেবে থাকছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। পরিচালকের ভাষায়, সিনেমার সবচেয়ে বড় শক্তি হবে গল্প। ঢাকার উত্থান দেখা যাবে এ ছবির গল্পে। থাকবে শহরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করা রহস্যময় মানুষদের অন্তরালের কিছু গল্প। প্রসঙ্গত, ‘আকবর’ ছবির মাধ্যমে নায়ক ইমনের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে নায়িকা ববিকে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page