আজ [bangla_date], [english_date]

জয়নাল আবেদীন ( সমকাল )

আমরা সবাই আপাতত জিন্দা লাশ!

জয়নাল আবেদীন : কাল বাদে পরশু পুরোপুরি স্বাভাবিক হচ্ছে দেশ। চালু হচ্ছে গণপরিবহন, খুলছে সব অফিস। এরই মধ্যে ঢাকামুখী জনস্রোত সবদিকে। জানি না কী ঘটতে চলেছে। আমার আশংকা অনেক মানুষ আক্রান্ত হবে। নতুন নতুন এলাকায় সংক্রমণ বিস্তৃত হবে। সামাজিক সংক্রমণ চূড়ান্ত রূপ পাবে। হাসপাতালগুলোতে সংকুলান হবে না। সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সামাজিক দূরত্ব সামাজিক বিচ্ছেদে রূপ নিতে পারে। চূড়ান্তভাবে দেখতে হবে মৃত্যুর মিছিল। দীর্ঘ মিছিল! সেই মিছিলে কে থাকবে কেউ জানি না। করোনাকে সঙ্গে নিয়ে বাঁচতে হবে বলা হচ্ছে। আসলেই কী এভাবে বাঁচা যায়? পরিবার বন্ধু-স্বজন মিলিয়ে আমাদের যে সামাজিক বন্ধন, সেটি কতটুকু অটুট থাকে জানি না। একেকটি বন্ধন ভেঙে চুরমার হতে থাকবে হয়তো! আমরা সবাই আপাতত জিন্দা লাশ!

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page