আজ [bangla_date], [english_date]

আবারও আগুন দিল্লির উপহার সিনেমা হলে

ডেস্ক সংবাদ : ২৫ বছর পর দিল্লির উপহার সিনেমা হলে আবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই হলে ১৯৯৭ সালে মারাত্মক একটি অগ্নিকান্ডের ঘটনায় ৫৯ জন নিহত হয়েছিল। মর্মান্তিক এই ট্রাজেডির পর বন্ধ ছিলো হলটি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, রোববার সকালে সিনেমা হলের কয়েকটি আসন, আসবাবপত্র এবং বর্জ্যে আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ জানায়, আগুনের কারণে থিয়েটারের বারান্দা এবং একটি মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ভোর ৪টা ৪৬ মিনিটে আগুনের খবর পাওয়া যায় এবং সকাল ৭টা ২০ মিনিটের দিকে ৯টি দমকল বাহিনীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো এই অগ্নিকান্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি। দিল্লির গ্রিন পার্কে অবস্থিত এই উপহার সিনেমা হল ১৯৯৭ সালের ১৩ জুন ভয়াবহ অগ্নিকান্ডের শিকার হয়। যেখানে ৫৯ জন মানুষ নিহত হয় এবং শতাধিক ব্যক্তি আহত হয়। অবহেলার কারণে তাদের মৃত্যু হওয়ার দায়ে এই থিয়েটারের মালিক রিয়েল এস্টেট ব্যবসায়ী গোপাল আনসাল এবং সুশীল আনসাল দোষী সাব্যস্ত হয়েছিলেন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page