আজ [bangla_date], [english_date]

আন্দোলনে ফুডপান্ডার রাইডাররা

সিলেট প্রতিনিধি :  আজ মঙ্গলবার সিলেটে ফুডপান্ডার রাইডাররা আন্দোলন করে । কারন অনিয়ম, দুর্ব্যবহার, স্বজনপ্রীতি ও বেতন-ভাতা কমিয়ে দেওয়ার অভিযোগ রাইডারদের । আজ মঙ্গলবার তারা কর্তৃপক্ষ বরাবর তাদের অভিযোগগুলো জানিয়েছেন। এছাড়া গত সোমবার রাতে তারা সিলেট অফিস ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সিলেট নগরীর জেল রোডস্থ ফুডপান্ডা ডেলিভারি অফিসের সামনে দুই শতাধিক ডেলিভারি রাইডার জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা জানান, খাবার ডেলিভারি দিতে গিয়ে তারা কোন সমস্যায় পড়ে ফোন দিলে অফিসে কেউ রিসিভ করেন না। অনেক সময় ফোন রিসিভ করে দুর্ব্যবহার করা হয়।ডেলিভারি রাইডারদের অভিযোগ, অফিসের কয়েকজন কর্মকর্তার স্বজনপ্রীতির কারণে রাইডাররা তাদের কাজের মূল্যায়ন পাচ্ছেন না। কেউ টানা কাজ করলেও তার রেটিং কমিয়ে দেয়া হচ্ছে। আবার কেউ সপ্তাহে দু’একদিন কাজ করলেও বাড়িয়ে দেয়া হচ্ছে তাদের রেটিং। বেশি কাজ করেও অনেকে তার যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না। তাদের বেতন-ভাতা ও যাতায়াত খরচও কমিয়ে দেয়া হচ্ছে। এ ব্যাপারে ফুডপান্ডার সিলেট অফিসের কর্মকর্তা মিল্টন জানান, কিছু দাবি দাওয়া নিয়ে ডেলিভারি রাইডাররা সোমবার রাতে অফিসের সামনে জড়ো হয়েছিলেন। পরে অফিসের ব্যবস্থাপক এলাহী ইমন রাইডারদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা ফিরে যান।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page