22nd, September, 2023, 8:57 am

৫নং ওয়ার্ডকে ডিজিটাল মডেল ওয়ার্ড গড়ে তুলবো

মোঃ সোলায়মান : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ০৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মোঃ জুয়েল রানা উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এ সময় মোঃ জুয়েল রানার সথে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও সমর্থক উপস্থিত ছিলেন।  শনিবার (২৫/০১/২০২০ইং) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাউনিয়াবাঁধ সি ব্লকে উঠান বৈঠক সহ বিভিন্ন এলাকায়  লিফলেট বিতরন  এবং গণসংযোগ  করেন জুয়েল রানা। বিকাল ০৩টার সময় বাউনিয়াবাঁধ সি ব্লক এর পুকুর পাড়ে এলাকার  জনগণের সাথে উঠান বৈঠক করেন। তার পর তাদের সাথে নিয়ে নৌকা ও টিফিন ক্যারিয়ার মার্কায় মানুষের কাছে ভোট চান।  স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মোঃ জুয়েল রানা বলেন,আমার নির্বাচনী প্রতীক টিফিন ক্যারিয়ার।  গত নিবার্চনেও আমি টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে প্রার্থী হয়েছিলাম,কিন্তু দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি নিবার্চন থেকে সরে দাড়িয়ে ছিলাম। আমাকে বলেছিল এবার আমাকে দল থেকে নমিনেশন দিবে, কিন্তু দল এবারও নমিনেশন দেয় নাই। তাই জনগনের ইচ্ছায় আমি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসাবে নিবার্চনে আংশগ্রহন করছি। আমার দলের প্রতিটি নেতাকর্মী আমার পাশে রয়েছে। এলাকাবাসীরও সমর্থন রয়েছে পুরোপুরি।  তিনি বলেন, আমি নিবার্চনে আসার পর থেকে আমাকে এবং আমার সাথের লোকজন কে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ৩ দিন আগে আমার নিবার্চনি প্রচারনার সময় আমি হামলার শিকার হয়েছি,এতে আমার সাথে থাকা লোকজন আহত হয়,এই সময় মহিলাদের গায়েও হাত তুলে।  যদি এলাকার জনগন আমাকে কাউন্সিলর হিসাবে  নির্বাচিত করে তাহলে এলাকার সবাই কে নিয়ে এই ওয়ার্ডের  যে সকল সমস্যা রয়েছে তার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। ৫নং  ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো। আপনাদের মূলবান ভোট ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়নে আমি নিজেকে আপনাদের কাছে সমর্পন করে দেব ইনশাআল্লাহ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please