চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলাস্থ দোহাজারী সদর পুলিশ ফাড়ির সামনে এলাকা থেকে আজ ভোর রাত সাড়ে ৪টার সময় চট্টগ্রামগামী (ঢাকা মেট্্েরা– ড-১১-০৩৩০) একটি মিনি ট্রাকে পুলিশ তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া এলাকার আবদুল সালামের ছেলে জাফর আলম (১৭) এবং মুজিবর রহমানের ছেলে মেহেদী হাছান (২০) কে আটক করেছে। এ সময় জব্দ করা হয় ইয়াবা বহনকারী মিনি ট্রাকটি। পরে আটককৃতদেরকে মাদক নিয়ন্ত্রন আইম মামলায় কোট হাজতে পাঠানো হয়। দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম ্ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।