4th, October, 2023, 9:52 pm

২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু, শনাক্ত ২৬৩৫

নিজেস্ব প্রতিনিধি : দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে। শনিবার  দুপুর আড়াইটাই করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৩২৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯০৯টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৮৪ হাজার ৭৫১টি। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩১৪ জন। মোট আইসোলেশনে আছেন সাত হাজার ১৬২ জন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please