3rd, June, 2023, 1:01 am

২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২৮ জনের, নতুন আক্রান্ত ১৫৩২

নিজেস্ব প্রতিনিধি : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন এতে প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণের পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ছয় হাজার ৯০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৯০৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি। প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিলেও মানুষ তা আমলে নিচ্ছে না। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা পরিস্থিতি নিয়ে রোববারের স্বাস্থ্য বুলেটিনেও মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please