8th, December, 2023, 3:16 pm

১৪ দলের মুখপাএ আমু

ঢাকা প্রতিনিধি : আওয়ামী লীগের  ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের নতুন দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। দায়িত্ব পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে আজ বুধবার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি সব সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন সংগ্রামে ছিলাম।আমু বলেন, ‘আমার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিছুদিন গ্যাপ ছিল। তা ছাড়া সব সময়ই শরীক দলগুলের সঙ্গে ছিলাম। আজ নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়ায়, এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, এর আগে ১৪ দলের দায়িত্বে ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে  ১৪ দলকে পরিচালিত করছিলেন। নানা কর্মসূচি দিয়ে সব সময় শরীক দলগুলোকে সক্রিয় রেখেছিলেন। আজ তিনি নেই। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।তিনি আরও বলেন, আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরীক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচি দেব। বর্তমানে আমাদের দেশে যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে সেখানেও জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো । দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফোন করে কোনো নির্দেশোনা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না এখনো ফোন দেননি। সময় হলে এবং প্রয়োজন মনে করলে অবশ্যই তিনি নির্দেশনা দেবেন।’

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please