ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগ মোকাবেলায় প্রায় ৩ কোটি টাকার খাদ্য সামগ্রী দেয়ার পর কসবা ও আখাউড়ায় দশ হাজার দরিদ্র নারী-পুরুষকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী ও লুঙ্গী উপহার দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি। গতকাল (১৫ মে) কসবা পশ্চিম ইউনিয়ন ও বায়েক ইউনিয়ন থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। এ সময় কসবা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক, বায়েক ইউপি চেয়ারম্যান আল-মামুন ভুইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহরিয়ার ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর নবী আজমলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন জানান, কসবায় ৬ হাজার ও আখাউড়ায় ৪ হাজার নারী-পুরুষকে মোট ৪১ লাখ টাকা মূল্যের ১০ হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ কার্যক্রম এক যুগে শুরু করা হয়েছে।