নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড় থেকে ১০ লাখ টাকা মূল্যের একশ’ গ্রাম হেরোইনসহ আল্লাম হোসেন ওরফে আলম (৫০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোর রাতে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস এর একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-২২৪৮) তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে বনপাড়া বাইপাস মোড়ে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসে তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা একশ’ গ্রাম হেরোইনসহ আলমকে আটক করা হয়। পরে তার নামে বড়াইগ্রাম থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।