6th, December, 2023, 1:52 pm

১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

নিজেস্ব প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের দল। সেই সাথে একটি মোটর সাইকেল জব্দ করেছে। মঙ্গলবার সকাল ৯ টায় সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলওয়ে গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার টিকরী দক্ষিণ পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সজীব (১৯) এবং একই থানার দড়িচক গ্রামের উমর আলীর ছেলে আবদুল হাকিম (২০)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ হতে বগুড়ায় মোটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯ টায় পোঁওতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please