বরিশাল প্রতিনিধি : বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা তিন হাজার একজন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৩ হাজার ১৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩ হাজার ১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় ৩২ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ছয় জেলার মধ্যে বরিশাল, ভোলা ও পিরোজপুরে ১৮৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বরিশাল নগরী, পিরোজপুর ও বরগুনা জেলায় নতুন করে যেমন কাউকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি, তেমনি কাউকে ছাড়পত্রও দেওয়া হয়নি। এর বাহিরে বিভাগে ২৭ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছেন। যারমধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।