6th, June, 2023, 3:27 pm

হিলিতে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে কহিদুল ইসলাম নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতে হামলায় এসআই মাহে আলম ও কনষ্টবল ফজলুল হক গুরুত্বর আহত হয়েছে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গায় শুক্রবার রাত ২ টায় ডাকাতি হবে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে এএসপি আখিউল ইসলাম ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ এর নেতৃত্ব পুলিশ কাশিয়াডাঙ্গায় রাতে ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতদল পুলিশের উপর গুলি করে পালানোর চেষ্টা করে এবং পুলিশের এসআই মাহে আলম ও কনষ্টবল ফজলুল হক গুলিবন্ধ হয়। পুলিশ পাল্টা ডাকাতের উপর গুলি করলে ডাকাত সর্দ্দার কহিদুল ইসলাম গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সর্দ্দার কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধান এর ছেলে। ঘটনা স্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please