কটিয়াদীর চাঁনপুর গ্রাম। স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানের গ্রামের বাড়ি। করোনায় স্ত্রী কামরুন্নাহার জেবুকে হারিয়ে দিশেহারা সচিব মান্নানের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। কেঁদে কেঁদে স্ত্রীর অতীত মহানুভবতার কথা একে একে তুলে ধরছিলেন সচিব আব্দুল মান্নান। শুধু তার চোখেই যে বেদনাশ্রু ছিল তা নয়-উপস্থিত শ্রোতরোও কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি সেখানে। লোনাজলে ভেজা চোখই যেন ভাষাহীন প্রশ্ন তুলে– হায়রে মানব জীবন তুমি এত নিষ্ঠুর কেন? সচিব আব্দুল মান্নানের বাকি ‘জীবন পথ’ চলার কেউ যে আর রইল না। আল্লাহপাক আব্দুল মান্নানের জেবুকে জান্নাতুল ফেরদৌস দান করুন।