6th, June, 2023, 4:19 pm

হাট ভেঙে দিল প্রশাসন, আড্ডা দেয়ায় জরিমানা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট ভেঙে দিল উপজেলা প্রশাসন। এদিকে আইন অমান্য করে দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানে ১১ হাজার ও চায়ের দোকানে আড্ডা দেয়ায় দুইজনকে ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার এ আদালত পরিচালনা করেন। জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ২৩ টি ও পৌরসভার ৩ টি সাপ্তাহিক হাট গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ দিকে মঙ্গলবার সকালে পৌর শহরে সাপ্তাহিক হাট নিষেধাজ্ঞা অমান্য করে বসানো হয়। গাদাগাদি করে কাঁচা বাজারসহ নিত্যদ্রব্য সামগ্রী কিনতে শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বেড়ে যায় জনসমাগম। পরে সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার একদল পুলিশ নিয়ে এ হাট ভেঙে দেন। এ সময় পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল উপস্থিত ছিলেন। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় দোকান খোলা রাখায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ১১ হাজার টাকা ও কুন্দারহাটে চায়ের দোকানে আড্ডা দেয়ায় দুইজনকে ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, নিষেধাজ্ঞা পরও সাপ্তাহিক হাট বসার কারণে হাটটি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও চায়ের দোকানে আড্ডা দেয়ায় জরিমানা করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please