3rd, June, 2023, 12:34 am

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক ও আরোহী হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার হোগলা-পূর্বধলা সড়কের আগিয়া চৌরাস্থা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্টি গ্রামের মৃত আঃ রাজ্জাক তালুকদারের ছেলে ও হেলাল উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের সোনাহর মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, আমিনুল ইসলাম মোটরসাইকেল যোগে তার বন্ধু অটোরিকশা চালক হেলাল উদ্দিনকে নিয়ে উপজেলা সদরে আসছিলেন। পথে আগিয়া চৌরাস্থা নামক স্থানে রাস্তায় বিছানো ধানের খড়ের উপর দ্রতগামী মোটরসাইকেলটি স্লিপ কাটলে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার কর্মকর্তা ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় চালক আমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আর আরোহী হেলাল উদ্দিনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please