আইনের উর্ধ্বে থেকে নিজেদের আধিপত্য বজায় রাখতে একটি মহল সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এদিকে, যাত্রী কল্যাণ সমিতির পরামর্শ- পর্যাপ্ত অবকাঠামো তৈরি এবং বিআরটিএ ও আইন প্রয়োগকারী সংস্থাকে দুর্নীতিমুক্ত করার। অন্যথায় জেল-জরিমানার পরিমাণ বাড়িয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন অসম্ভব বলেও মনে করেন তারা। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠন দুটির নেতারা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, যেসব সার্জেন্ট এই আইন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন তাদের দুর্নীতিমুক্ত করার জন্য সিসিটিভি পদ্ধতিতে প্রসিকিউশন ব্যবস্থা চালু করা না হলে দুর্নীতি বাড়বে। ইলিয়াস কাঞ্চন বলেন, আধিপত্য বিস্তার ধরে রাখতে তৎপর স্বার্থান্বেষী মহলটি। তারা আইনের উর্ধ্বে থাকতে চায়। তারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা সড়কে মানুষকে জিম্মি করে নিজেদের ক্ষমতা দেখাতে চায়। নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন থাকল এসব করে সমস্যার সমাধান সম্ভব কিনা?
Leave a Reply