22nd, September, 2023, 7:40 am

স্বামীর হাতে স্ত্রী খুন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর কাঁচির আঘাতে তুকাজেবা খাতুন (১৮) নামে এক গৃহবধু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় ঘাতক স্বামী সালাউদ্দিন সনিকে (২০) আটক করেছে পুলিশ। নিহত তুকাজেবা খাতুন ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং আটক সালাউদ্দিন সনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে। নিয়ামতপুর থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক বলেন, গত কয়েকদিন থেকে সালাউদ্দিন ওরফে সনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে অবস্থান করছিলেন। বুধবার সকালে সালাউদ্দিন তার গ্রামের বাড়ি মুরাদপুরে যেতে চাইলে স্ত্রী নিষেধ করে। এতে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সালাউদ্দিন কাঁচি দিয়ে স্ত্রী তুকাজেবার গলায় আঘাত করে। স্থানীয়রা ও পরিবারের লোকজন তুকাজেবাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার কর্মকর্তা ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। সালাউদ্দিন সনিকে সকাল সাড়ে ৭টার দিকে ধানশা গ্রাম থেকে আটক করে হয়েছে। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please