“স্বাধীনতা আমার হলো”
আফসানা মিমি
সেই দূরের শোনা কথা
স্বাধীনতা তুমি কি একা?
চেয়েছিলাম স্বাধীন মাটি
পেয়েছি রক্তের নদী!
মাটিতে আছে রক্তের দাগ
শুনি নারীর চিৎকারের ডাক!
রক্তগঙ্গায় ভাসে ভাইয়ের লাশ
স্বাধীনতা তুমি কি আসবে আজ?
সিঁদুর হারালাম,ছেলে হারালাম
হারালাম গাঁয়ের কাপড়,
তবুও তোমায় দিখিতে না পাই,
রক্ত ছেঁড়া দুপুর।
দেখেছি তোমায় মৃদু বাতাসে,
দেখেছি সবুজ ঘাসে,
দেখেছি সোনালী রোদের তাপে,
হাহাকার মাটির ভাজে!
কবিতা লিখি,কবিতা পড়ি
স্বাধীনতা আমি তোমারে খুজি!
আমি বুঝিনা,আমি জানিনা,
স্বাধীনতা আমি কি তোমায় খুঁজিনা?
ধুসর অন্ধকার,
পৃথিবীর হাহাকার,
নতুন দিনের আলো,
স্বাধীনতা আমার হলো।