নিজেস্ব প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমাবার (৮ জুন) আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে। তিনি আরও জানান, রবিবার (৭ জুন) সন্ধ্যায় তাকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তার চেয়ে এখনকার অবস্থা কিছুটা ভালো। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ১০৩ বছর বয়সি আল্লামা শফী আট ধরনের রোগে ভুগছেন। তবে তার করোনার তেমন কোনো উপসর্গ নেই। তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। হাটহাজারী মাদ্রাসার এ মহাপরিচালকের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। রবিবার সন্ধ্যার দিকে তার অবস্থার অবনতি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যায়। তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।