21st, September, 2023, 5:45 pm

স্কুলের মাঠে দখলবাজের পুকুর খনন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২টি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে রাতের অন্ধকরে পুকুর খননের অপরাধে দখলদার প্রভাবশালী মামুন খোন্দকারকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যামান আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন এ রায় দেন। বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় এ সাজা প্রদান করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক জানান। সোমবার দুপুরে দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠ দখল মুক্ত করতে বিক্ষোভ প্রদর্শণ করে। গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমীন, গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের চর বয়রা- ঘোনাপাড়া উচ্চবিদ্যালয় ও সিবি ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ঘোনাপাড়া গ্রামের রেজাউল হক খোন্দকারের ছেলে মামুন খন্দকার গত ৩০ জানুয়ারী রাতের অন্ধকারে অবৈধ এস্কেবেটর দিয়ে পুকুর খনন করেন। এ ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান। জায়গা পরিমাপ করে স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে অবৈধ এস্কেবেটর দিয়ে পুকুর খনন করার সত্যতা পেয়ে মামুনকে সাজা প্রদান করেন। উল্লেখ্য, ১৯৪২ সালে সিবি ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয় ও ১৯৫৬ সালে ঘোনাপাড়া গ্রামের চর বয়রা-ঘোনাপাড়া উচ্চবিদ্যালয় স্কুল প্রতিষ্ঠত হয়। সে সময় রাম চন্দ্র গাইন ও খোন্দকার পরিবারের পক্ষ থেকে দু’টি স্কুলে ৪ একর ৫ শতাংশ জায়গা দান করেন। তারপর থেকে স্কুল এ জায়গা ভোগ দখল করে আসছে। এর আগে একবার মামুন খন্দোকার স্কুল মাঠের কিছু অংশ দখল করে বাঁধ দিয়ে বালু ফেলে। পরে স্থানীয়রা বাধা দিলে কাজ বন্ধ করে দেয়। গত ৩০ জানুয়ারী রাতের অন্ধকারে মামুন ফের স্কুল মাঠে ৪টি এস্কেবেটর নামিয়ে পুকুর খনন ও গাছ কেটে ফেলে। এতে এলাকাবসী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please