নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে সোনারগাঁয়ে ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনের নমুনা পরীক্ষার ফলও রয়েছে। নমুনা পরীক্ষায় ওই তিন জনের ফল পজিটিভ এসেছে। ডা. পলাশ কুমার সাহা আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১ হাজার ৫৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৯৬ জন।