বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেটি নিয়েই বর্তমানে তার ব্যস্ততা। করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে নিজ ঘরেই সময় কাটাচ্ছেন দেশের জনপ্রিয় উপস্থাপিকা । আর এই সময়কে কাজে লাগিয়ে তিনি বেশকিছু শো উপস্থাপনা করেছেন। সোশ্যাল মিডিয়ার জন্য বানিয়েছেন সেলেব্রিটি লাইভ শো ‘মারিয়া চ্যালেঞ্জ’। অনুষ্ঠানটিতে অনেক জনপ্রিয় তারকাই অতিথি হয়ে এসেছে। মারিয়া নূর জানান, চ্যানেলটির জন্য ভিন্নরকম কনটেন্ট নির্মাণ করছেন। এর মধ্যে রয়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছু রান্নার রেসিপির ভিডিও। এই ঈদে দর্শকের জন্য সহজ ও মজাদার কিছু রান্নার টিপস নিয়ে হাজির হবেন তিনি। ২০০৯ সালে শোবিজে তার যাত্রা শুরু হয় রেডিও জকি (আর জে) হিসেবে। টিভি পর্দায় তার আবির্ভাব ঘটে ২০১২ সালে। এটিও ছিল উপস্থাপনা।ঘরবন্দি অবস্থায় কেমন কাটছে মারিয়ার দিনরাত্রী? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঘরবন্দি থাকতে থাকতে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। সে ভাবনা থেকে ‘মারিয়া চ্যালেঞ্জ’ শো’টি করা। অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টায় প্রচারিত হয়। মেরিল লিপজেল, লিপটন তাজা চা, রুচি ঝাল চানাচুরসহ একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল তিনি।তবে এই তরুণী প্রথম পরিচিতি পান ‘এখানেই ডটকম’-এর বিজ্ঞাপনে ‘ইয়াশনা’ নামটি দিয়ে। এরপর জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনায় তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়।