8th, December, 2023, 2:29 pm

সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরন

মাগুড়া প্রতিনিধি : মাগুরায় শহর ঘুরে ভ্রাম্যমাণ দুস্থ, প্রতিবন্ধি অসহায় মানুষের মাঝে ত্রানের উপহার সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ সকাল থেকে যশোর ৫৫ পদাধিক ডিভিশনের সেনাবাহিনীর একটি দল মাগুরা শহর সংলগ্ন বিভিন্ন অঞ্চল ঘুরে ভ্রাম্যমাণ এ সকল দুস্থ অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি, খাবার প্লেট, গ্লাসসহ নানা খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করেছে। রাস্তায় চলতি পথে আকস্মিক এ সকল উপহার সামগ্রী হাতে পেয়ে ভিষণ খুশি হন অসহায় দুস্থ মানুষেরা। চলমান এ কার্যক্রমের আওতায় আজ একশত অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী দেয়া হয়। শহরের ভ্রাম্যমাণ প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে সহায়তার জন্যই কোন নির্দিষ্ট স্থানে না গিয়ে শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে এ খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সেনাসদস্যরা।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please