মোঃ সোলায়মান : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ইং বর্ষের জন্য নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি সোমবার ১৩ এপ্রিল দায়িত্ব নিয়েছেন। এ উপলক্ষে সুপ্রিমকোর্ট বার-এর ১ নম্বর হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান ও দোয়া আয়োজন করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নব নির্বাচিত সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রীতি অনুযায়ী নবনির্বাচিত কমিটি সর্বশেষ কমিটি থেকে দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী ৫ এপ্রিল নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস জনিত উদ্ভট পরিস্থিতির কারণে বর্তমানে দেশের সব আদালতে সাধারণ ছুটি চলছে এবং দেশব্যাপী লকডাউন থাকায় দায়িত্ব গ্রহনে কিছুদিন বিলম্বে হয়েছে। ব্যারিষ্টার রুহুল কুদ্দুস বলেন, বিধান অনুসারে সুপ্রিমকোর্ট বার এর কার্যকরী কমিটির মেয়াদ ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। নতুন কমিটি আজ ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছে। তিনি আরো জানান, আইনজীবীদের কল্যানে এবং বিদ্যমান ক্রান্তিকাল মোকাবেলায় নতুন কমিটি ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী হাতে নিয়েছেন। তিনি নবনির্বাচিত কমিটির দায়িত্বপালনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সকল সদস্যের সহায়তা কামনা করেন এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলায় সকল যার যার বাড়ীতে অবস্থান, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরুত্ববজায়সহ বিভিন্ন নির্দেশনা মেনে চলতে বলেন। নতুন কমিটির কাছে আইনজীবীদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তরুন আইনজীবী এডভোকেট এমদাদুল হানিফ এমদাদ বলেন,করোনার প্রভাবে পুরো পৃথিবী আজ বিপর্যস্ত, মহামারী রুপ ধারণ করেছে, এই করোনা থমকে দিয়েছে-কারখানা, অফিস-আদালতসহ মানুষের স্বাভাবিক চলাচল। দূর্বিষহ, মানবেতর দিনাতিপাত করছে দেশের দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো, এমনকি দূর্বল,অসহায় মানুষদের পাশে দাড়িয়ে তাদের সাহস জোগানো ও অধিকার ফিরিয়ে দিতে সহায়তা করা বিজ্ঞ আইনজীবী সম্প্রদায়ের অনেকের মুখেই করোনা একেছে দুশ্চিন্তার ছাপ ০৫/০৪/২০ ইং দায়িত্ব বুঝে নেয়ার সেই দিনটিকে পর্যন্ত বদলে দিয়েছে এই মহামারী করোনা। এর বিরুদ্ধে সৃষ্টিকর্তাকে স্মরণ ভিন্ন আমাদের কোন যুদ্ধাস্ত্র নেই, আমরা কেবল পারি সামাজিক দুরত্ব বজায় রাখতে। আর এই দুরত্ব বজায় প্রক্রিয়ায় কর্মস্থল বন্ধ হওয়ায় সংকটে আইনজীবীরাও বিশেষত তরুণ আইনজীবীগণ। এমন একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে কার্যকরী কমিটি ২০-২১ দায়িত্বভার গ্রহণ করেছেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির। আপনাদের অভিনন্দন, বিশ্বাস করি এই সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে সমিতির সদস্যদের পাশাপাশি দুস্থ,অসহায়, খেটে খাওয়া লোকগুলো, মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাড়াবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ইনশাআল্লাহ এই সংকট কাটিয়ে উঠে সেই চেয়ারে বসে থাকা আপনাকে সালাম ও অভিনন্দন জানানোর সৌভাগ্য হবে আমার ও প্রত্যাশা পূরণ হবে সমিতির প্রত্যেক সদস্যের। সংকট লাঘবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে সফলকাম হওয়ায় কার্যকরী কমিটি ২০২০-২১ হয়ে থাকবে ইতিহাসের অংশীদার হয়ে, থাকবে বিজ্ঞ সদস্যদের অন্তরে এই প্রত্যাশা করছি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত সহসভাপতি এডভোকেট মো. আব্দুল জব্বার ভূঁইয়া। গত ১১ ও ১২ মার্চ সুপ্রিমকোর্ট বার- এর ২০২০-২০২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন। সম্পাদক পদে নির্বাচিত হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নবনির্বাচিত কর্মকর্তাগনের মধ্যে সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।