22nd, September, 2023, 6:38 am

 সারা দেশে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে সাতটি অভিযান পরিচালনা করেছেন দুদক কর্মকর্তারা। গাডড়র ফিটনেস পরীক্ষায় অনিয়ম ও লাইসেন্স প্রদানে বিলম্বসহ নানা বিষয়ে দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসী বিশ্বাস ও উপ-সহকারী পরিচালক শিহাব সালামের সমন্বয়ে গঠিত একটি টিম আজ এ অভিযান পরিচালনা করে। অভিযানে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা গ্রহণে ব্যাপক অনিয়ম পাওয়া যায়। অভিযান পরিচালনাকারী দলের নিকট ভুক্তভোগীরা অভিযোগ করেন দালালদের সহায়তায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। টিম উপস্থিত সকল পরীক্ষার্থীর সেবাপ্রাপ্তিতে যেকোনো হয়রানি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরাসরি দুদক হটলাইন ১০৬এ জানানোর জন্য অনুরোধ করা হয়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রসমূহ উল্লেখ করে অভিযানকারী দল কমিশনের সুপারিশমালাসহ প্রতিবেদন দাখিল করবে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এবং ইনডোরে কর্মরত কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের নিকট থেকে নানাভাবে অর্থ গ্রহণ ও ভোগান্তির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। দুদক বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অর্থদন্ড প্রদান করে। একই টিম চরফ্যাশন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করে । এছাঙা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান না করে হয়রানির অভিযোগ, ব্রাহ্মণবাডড়য়ার কসবায় আজগর আলী দাখিল মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে দাখিল পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, কুড়িগ্রাম বিআরটিএতে লাইসেন্স প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে জেলা কার্যালয় চট্টগ্রাম ও কুমিল্লা জেলা কার্যালয় এবং রংপুর জেলার চারটি পৃথক অভিযান পরিচালিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please