6th, June, 2023, 3:56 pm

সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে চলছে ‘চোর-পুলিশ খেলা’

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরেও তাদের ঘরে ফেরানো যাচ্ছে না, চলছে ‘চোর-পুলিশ খেলা’। জানা গেছে, করোনা প্রতিরোধে ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে সচেতনা মূলক লিফলেট, মাইকিং সহ নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করায় দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। নিয়মিত আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। সরকারি নির্দেশনা মেনে করানো প্রতিরোধে জনগণকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপরেও উপজেলার বিভিন্ন স্থানে গ্রামগঞ্জের মানুষ মানছে না করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা। উপজেলা প্রশাসন ও পুলিশ দেখলে লোকজন লুকিয়ে বা একটু আড়ালে সরে পড়ছে। আবার পুলিশ আসছে এমন সংবাদ পেয়েই নিমিশেই বাজার ফাঁকা হয়ে যায়। আবার যাওয়ার পরই লোকজন দলবেঁধে সড়কে চলাচল ও আড্ডা দিচ্ছে চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে। বিভিন্ন বাজারে সামাজিক দূরুত্ব না মেনে ব্যাপক জনসমাগম হচ্ছে। এ যেনো এক ধরনের ‘চোর-পুলিশ খেলা’ চলছে নন্দীগ্রাম উপজেলায়। এ বিষয়ে থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যে কোন উপায়ে মানুষকে ঘরে ফেরাতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করে কেউ বিনাপ্রয়োজনে আড্ডা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please