3rd, June, 2023, 12:17 am

সাব-রেজিষ্টারের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় সাব-রেজিষ্টারের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদে দলিল লেখক ও নকল নবিসরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (২ জুন-২০২০) লালপুর উপজেলা পরিষদ চত্বরে সাব- রেজিষ্ট্রি অফিসর সামনে দলিল লেখক ও নকল নবিসরা মানববন্ধন করেন। দলিল লেখক সুত্রে জানা যায়, গত রোববার (৩১ মে-২০২০) ও সোমবার ( ১ জুন-২০২০) জমি রেজিষ্টেশনের নির্ধারিত দিনে লালপুর সাব-রেজিষ্টার মো: ওবায়েদ উল্লাহ অফিস না করায় প্রায় দুই শতাধিক জমি ক্রয়- বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। লালপুরের দলিল লেখকরা নাটোর জেলা রেজিষ্টার বরাবর স্বারক লিপিতে উল্লেখ করেছেন গত মার্চ থেকে দলিল রেজিষ্টি বন্ধ, গত এক বছর যাবত দলিল ফেরত বন্ধ, দুপুর ২ টার পরে অফিসে এসে ৪ টার মধ্যে চলে যাওয়া, অফিসে না এসে নৈশ প্রহরী দিয়ে হাজিরা খাতাসহ প্রয়োজনীয় ফাইল পত্র বাহিরে নিয়ে যাওয়া, অফিসের মহিলা কর্মচারী ও নকল নবিশদের সহিদ আপত্তিকর আচরণ, লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করে থাকেন। দলিল লেখক সাইফুল ইসলাম বলেন, ৩ মাস পরে অফিস শুরু হওয়ায় সাব-রেজিষ্টার রোববার অফিসে না আসায় এবং সোমবার ( ১ জুন) অফিসে এসে আধা ঘন্টা না থেকেই আফিসের ২ জন কর্মচারিকে সাথে নিয়ে চলে যান। সাব-রেজিষ্টারের সহকারি সাজদার রহমান জানান, সাব-রেজিষ্টার গুরুদাসপুর ও বাগাতিপাড়া সাব-রেজিষ্ট্ িঅফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করায় আজকে অফিসে এসেই গুরুদাসপুরে চলে গেছেন। বিভিন্ন অভিযোগ ও মানববন্ধনের ঘটনায় সাব রেজিষ্টার মো: ওবায়েদ উল্লাহ’র সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে ( ০১৯১৮১৩২৯৩০) যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। সংশ্লিষ্ট সকলকে শৃংখলা মেনে দায়িত্ব পালনের আহবান জানানো হয়েছে।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please