3rd, June, 2023, 1:10 am

সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৭

নিজেস্ব প্রতিনিধি : বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৪৭ কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান। তিনি জানান, আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এম শামসুর রহমান বলেন, ইনডিপেনডেন্ট টিভির যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ওই রাতে তিনি মুঠোফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এরপর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর পরীক্ষা করে জানা গেছে উনি ‘কোভিড-১৯’-এ আক্রান্ত। ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি বলেন, ‘গণমাধ্যমের কর্মীদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। সংকটটি বড় হয়ে উঠছে। দয়া করে বাড়িতে থাকুন।

Comments are closed.

     More News Of This Category

follow us on facebook page

error: sorry please